আমাদের তরুণ সমাজের সবচেয়ে পছন্দের একটি জিনিসের নাম হচ্ছে মোটর সাইকেল । এই মোটরসাইকেল সাধারণত ডিজেল ব্যবহার করার মাধ্যমে চালানো হয় । কিন্তু বর্তমানে অসংখ্য মোটরসাইকেল রয়েছে যেগুলো ব্যাটারি দিয়ে চালানো যায় । তাই অনেকে ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম কত টাকা এ সম্পর্কে জানতে চান ।
আমরা সকলেই জানি প্রতিনিয়ত প্রযুক্তির আপডেট হচ্ছে । দিন যত যাচ্ছে আমরা প্রযুক্তির আরও উন্নতি দেখতে পাচ্ছি । একটা সময় ছিল মোটরসাইকেল শুধুমাত্র তেল ব্যবহার করার মাধ্যমে চালানো হতো । এখন সেই মোটরসাইকেল চার্জের মাধ্যমেও চালানো যায় । তাহলে বুঝতেই পারছেন প্রযুক্তি কতটুকু আপডেট হয়ে গেছে ।
আরও পড়ুন ➝ বাচ্চাদের দুরন্ত সাইকেল মূল্য কত
আপনি যদি তেল ব্যাবহার করে মোটর সাইকেল চালান তাহলে অবশ্যই প্রতি মাসে তেল বাবদ মোটা অংকের টাকা খরচ করতে হবে । কিন্তু যদি ব্যাটারি ব্যবহার করে চার্জ দিয়ে মোটরসাইকেল চালান তাহলে সামান্য পরিমাণ খরচ হবে । যদিও বা চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক ব্যবহার করতে হবে । কিন্তু এই ব্যাটারিগুলো বিদ্যুৎ সাশ্রয়ী হয় ।
এই সকল ব্যাটারি চালিত মোটরসাইকেল উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে । তাছাড়া মোটরসাইকেলে ইন্সটলকৃত ব্যাটারিগুলো অল্প সময়ে চার্জ হয়ে যায় ফলে দীর্ঘদিন যাবত ব্যাটারিগুলো ব্যবহার করা যায় । একবার চার্জ দিলে সারাদিন অনায়াসে চালানো যায় ।
আপনি যদি ইতিমধ্যে ব্যাটারি দিয়ে চালিত মোটরসাইকেল সম্পর্কে অবগত হয়ে থাকেন তাহলে তো ভালো । আর যদি না জেনে থাকেন তাহলে এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন । এখানে এখন বেশ কিছু জনপ্রিয় ব্যাটারি ব্যবহার করে তৈরি মোটরসাইকেলের মডেল নাম্বার ও দাম তুলে ধরা হবে ।
ব্যাটারি চালিত মোটরসাইকেল এর সুবিধা
আমরা বাজার থেকে ব্যাটারি চালিত মোটরসাইকেল কেনার পূর্বে কি কি সুযোগ সুবিধা পাব সে সম্পর্কে জেনে নেওয়া উচিত । এখন নিচে ব্যাটারি ব্যবহার করে চালিত মোটরসাইকেলের বেশ কিছু সুবিধা উল্লেখ করা হলো ।
- এই মোটরসাইকেল গুলোতে শব্দ খুবই কম । এর ফলে শব্দ দূষণ হওয়ার কোন সম্ভাবনা নেই ।
- এই মোটরসাইকেল গুলো থেকে কোনো রকম ক্ষতিকর ধোয়া বা দূষিত পদার্থ নির্গত হয় না ।
- বিদ্যুৎ ব্যবহার করে মোটরসাইকেল গুলো চালানো হয় ফলে খরচ অনেক কম হয় ।
- ডিজেল দিয়ে চালিত মোটরসাইকেল থেকে এই মোটরসাইকেল গুলো অনেক বেশি চলমান থাকে তাই রক্ষণাবেক্ষণ করাও খুবই সহজ ।
- এই মোটরসাইকেলগুলো ব্যবহার করা খুবই আরামদায়ক । কেননা ডিজেল চালিত মোটরসাইকেলের মত ইঞ্জিন এর বিরক্তিকর কোন শব্দ নেই ।
উপরে উল্লেখিত সুযোগ-সুবিধা উপভোগ করার পাশাপাশি আপনি আরো অনেক সুবিধা পাবেন যদি এরকম মোটর সাইকেল কিনেন । তাই বাজার থেকে মোটরসাইকেল কেনার পূর্বে অবশ্যই ব্যাটারি ব্যবহৃত মোটরসাইকেলের প্রতি নজর দেওয়া উচিত । ।
ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম কত
আমরা ইতিমধ্যে ব্যাটারি ব্যবহৃত মোটরসাইকেলের বেশ কিছু সুবিধা সম্পর্কে জানতে পেরেছি । এখন এই সকল মোটরসাইকেল এর দাম কত টাকা সে সম্পর্কে জেনে নেওয়া উচিত । মূলত কোম্পানি এবং মডেল নাম্বার অনুযায়ী এই সকল মোটরসাইকেল এর দাম হয়ে থাকে ।
বর্তমানে বাংলাদেশে ব্যাটারি দিয়ে তৈরি মোটরসাইকেলের অসংখ্য কোম্পানি রয়েছে যারা খুবই উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে মোটরসাইকেলগুলো তৈরি করে এবং যার সার্ভিস খুবই ভালো । সাধারণত এই সকল ব্যাটারি ব্যবহৃত মোটরসাইকেল এর মূল্য ৭০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে ।
ব্যাটারি চালিত মোটর সাইকেল দাম বাংলাদেশ
আমরা সকলেই জানিয়ে ব্যাটারি ব্যবহৃত মোটরসাইকেলের অসংখ্য সুবিধা রয়েছে যা সাধারণত ডিজেল দিয়ে ব্যবহৃত মোটরসাইকেল থেকে বেশি । তাই আমরা যদি শব্দহীন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই এরকম মোটরসাইকেল কিনব ।
বর্তমানে অসংখ্য মোটরসাইকেল কোম্পানি রয়েছে যারা কম দামে এমন মোটরসাইকেল বিক্রি করে থাকে । ঐ সকল পণ্যের মডেল নাম্বার এবং দাম সম্পর্কে আমরা জানলে অনলাইন অথবা অফলাইন থেকে কেনার সময় ঠকার সম্ভব না কম । এখন নিচে বেশ কিছু মোটরসাইকেল এর মডেল নাম্বার ও দাম উল্লেখ করা হলো ।
মডেল নাম্বার | দাম |
Green Tiger GT-Sprint R | 8,7500 TK |
Green Tiger GT-5 Pulse | 77500 TK |
Green Tiger GT-Knight R | 74500 TK |
Green Tiger GT-Sprint XR | 92500 TK |
Exploit M3 | 115000 TK |
Akij Ponkhiraj | 78500 TK |
Akij Durjoy Battery Scooter | 89000TK |
Akij Samrat | 92000 TK |
এখানে যতগুলো ব্যাটারি ব্যবহৃত মোটরসাইকেলের মডেল নাম্বার এবং দাম উল্লেখ করা হয়েছে তা সর্বশেষ আপডেট অনুযায়ী তুলে ধরা হয়েছে । উপরোক্ত মডেল গুলো থেকে যে মডেলটি আপনার পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন ।
কেন ব্যাটারি চালিত মোটরসাইকেল কিনবেন?
আমরা ইতিমধ্যে বেশ কিছু ব্যাটারি ব্যবহৃত মোটরসাইকেলের সুবিধা এবং দাম সম্পর্কে জানতে পেরেছি । এখন প্রশ্ন হল কেন আমরা ডিজেল ব্যবহৃত মোটরসাইকেল না কিনে ব্যাটারি ব্যবহৃত মোটর সাইকেল কিনব? হ্যাঁ, এই প্রশ্নটি করা খুবই যুক্তিসঙ্গত ।
আপনি যদি শব্দ দূষণ পছন্দ না করেন তাহলে ব্যাটারি ব্যবহৃত মোটরসাইকেল কিনতে পারেন । তাছাড়া এই মোটরসাইকেল গুলোর বর্তমান বাজার মূল্য তুলনামূলক অনেক কম, ব্যবহার করা খুবই সহজ, এবং একবার চার্জ দিলে সারাদিন ব্যবহার করা যায় । তাই উপরোক্ত তথ্য বিবেচনা করে আমরা ব্যাটারি দিয়ে তৈরি মোটরসাইকেল ব্যবহার করতে পারি ।
আমাদের শেষ কথা
আজকের পোস্টে আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ব্যাটারি দিয়ে চালিত মোটর সাইকেলের যাবতীয় সুযোগ সুবিধা, কেন ব্যবহার করব, বেশ কিছু মোটরসাইকেল এর মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানতে পেরেছি । আপনি যদি কখনো মনে করেন এই মোটরসাইকেল পরিবেশবান্ধব এবং আপনার জন্য উপযোগী তাহলে উপরোক্ত যে কোন একটি মডেল পছন্দ করে সেটি কিনে ব্যবহার করতে পারেন /
আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে । পোস্টটি পড়ার পর যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে এই পোস্ট লিখতে যতটুকু কষ্ট হয়েছে তা সার্থক হবে বলে মনে করব । তাছাড়া এই পোস্ট নিয়ে যদি আপনার আর কোন মতামত থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন । অতএব আজকের মত এখানেই শেষ করছি । সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আল্লাহ হাফেজ ।